পরিচিতঃ ঐতিহাসিক শৈলগাছী রাজবাড়ী পূর্বে ছোট যমুনা নদী পশ্চিমে বিলদিঘলী জেলা নওগাঁ এর সন্নিকটে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপার্শ্বে পলি অঞ্চলে এই শৈলগাছী ইউনিয়ন অবস্থিত। এলাকায় শিল্পে উন্নত না হলেও শাক-সব্জি এবং গৃষ্মকালীন ফলমুল ও নার্সারীতে প্রসিদ্ধ ও ধান উৎপাদনে প্রসিদ্ধ এই ইউনিয়ন। এখানে একটি অত্যাধুনিক অটোমেটিক চাউল কল রয়েছে যেখানে প্রতিদিন ২০০০ মণ ধান হতে চাউল উৎপাদন করতে পারে।
১।ইউনিয়নের নামঃ ১২নং শৈলগাছীইউনিয়ন পরিষদ
২।আয়তন- ১২.৬৯ বর্গ কিঃ মিঃ।
৩।সীমানা- উত্তরে নওগাঁ পৌরসভা দক্ষিণে মিরাট ইউনিয়ন, পূর্বে ছোট যমুনা নদী ,। পশ্চিমে সিকারপুরইউনিয়ন।
৪।গ্রামের সংখ্যা- ৮টি, মৌজা সংখ্যা-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস